গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিচালকের কার্যালয়
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা
E-mail: nient@hospi.dghs.gov.bd
ফোন: +৮৮-০২-৮৮৭৮১৫৫ (অফিস)
ফ্যাক্স: +৮৮-০২-৮৮৭৮১৫০
স্মারক নং: এনআইইএনটি/প্রশাসন/শৃঃপদপূঃ/২০২৫/১৫৫১ তারিখ: ১০/০৮/২০২৫ খ্রি.
অত্র অফিসের স্মারক নং: এনআইইএনটি/প্রশাসন/শৃঃপদপূঃ/২০২৫/১৫২২, তারিখ: ০৬/০৮/২০২৫ খ্রি. দ্বারা গ্রেড ১৪ হতে ২০ পর্যন্ত (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) পদে রাজস্বখাত ও অস্থায়ী রাজস্বখাতে জনবল নিয়োগের উদ্দেশ্যে আহ্বানকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি অনিবার্য কারণে স্থগিত করা হলো।
দৈনিক সমকাল এবং দৈনিক নিউ নেশন পত্রিকায় প্রকাশিত উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বানকৃত পদে আবেদন গ্রহণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
(অধ্যাপক ডাঃ মোঃ হাসান জাফর)
পরিচালক
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা
ও সভাপতি, বিভাগীয় নিয়োগ কমিটি
স্মারক নং: এনআইইএনটি/প্রশাসন/শৃঃপদপূঃ/২০২৫/১৫৫১ (১২) তারিখ: ১০/০৮/২০২৫ খ্রি.
অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে):
সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
যুগ্মসচিব, প্রশাসন-১ অধিশাখা, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
পরিচালক, হাসপাতাল ও ক্লিনিকসমূহ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা / পরিচালক, এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক বাংলাদেশ লিঃ, ঢাকা, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, বাড়ি নং: ৩/এ, ৫/এ, ৭/এ, রোড নং: ১৭, গুলশান-১, ঢাকা। (দৃষ্টি আকর্ষণ: উপ-মহাব্যবস্থাপক, প্রশাসন)।
সহকারী পরিচালক (প্রশাসন/হাসপাতাল), ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।
সিস্টেম অ্যানালিস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রশাসনিক অফিসার/হিসাবরক্ষণ অফিসার, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।
প্রধান সহকারী, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি / হিসাবরক্ষক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।
পরিচালক মহোদয়ের ব্যক্তিগত সহকারী-ত-সহকারী, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।
নোটিশ বোর্ড / ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি ওয়েবসাইট।
বিজ্ঞাপন ম্যানেজার, দৈনিক সমকাল, তেজগাঁও, ঢাকা এবং বিজ্ঞাপন ম্যানেজার, দৈনিক নিউ নেশন, আর.কে. মিশন রোড, ঢাকা — নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক জাতীয় পত্রিকায় ০১ (এক) দিন প্রকাশ ও প্রচারের জন্য অনুরোধ করা হলো।