নিলাম মালামাল বিক্রয়ের জন্য কোটেশন আহবান / নিলামকরন বিজ্ঞপ্তি

নিলাম মালামাল বিক্রয়ের জন্য কোটেশন আহবান/ নিলামকরন বিজ্ঞপ্তি

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ন্যাশনাল ইনষ্টিটিউট অব ইএনটি এর পুরাতন অকোজো ঘোষিত পরিত্যাক্ত লৌহ, কাঠ, ষ্টীল, প্লাস্টিক এবং বিভিন্ন ডিসপোসেবল এমএসআর আইটেম / মালামাল যেখানে যে অবস্থায় আছে (তালিকা অনুযায়ী) তাহা উন্মুক্ত নিলামে বিক্রয়ের জন্য আগ্রহী দর দাতাদের নিকট হতে মুখ বন্ধ সীলগালা খামে দরপত্র আহ্বান করা যাচ্ছে। নিলাম বিজ্ঞপ্তির জারীর পর হতে ২৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে নিলাম দরপত্র সিডিউল বিক্রয় করা হবে এবং মালামাল আগ্রহী বিডারগন অফিস চলাকালীন সময়ে দেখতে পারবেন। দরপত্র সিডিউল এর মূল্য ৩০০/- (তিন শত টাকা মাত্র) (অফেরতযোগ্য)। নিলাম দরপত্র আগামী ২৬/০৮/২০২৫ খ্রিঃ ১১.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত অত্র হাসপাতালের রক্ষিত দরপত্র বাক্সে নিলাম দরপত্র গ্রহণ করা হবে এবং ঐ দিন (অর্থাৎ ২৬/০৮/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর বেলা ০১.৪০ মিনিট সময় নিম্নস্বাক্ষরকারী কার্যালয়ে অকেজো ঘোষাণা করণ কমিটি কর্তৃক নিলাম দরপত্র খোলা ও যাচাই করা হবে। নিলাম দরপত্র বাক্স খোলার সময় দরপত্রদাতাগণ বা তার প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। শর্তাবলীঃ নিলামে অংশগ্রহনকারীকে দরপত্র দাখিলের ক্ষেত্রে জামানত বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি এর অনুকূলে দরপত্রের সংগে সংযুক্ত করে দাখিল করতে হবে। সিডিউল ক্রয়ের জন্য সরকারী কোড নং ১২৭১১০০০০ ২৩৬৬ নম্বর কোডে ট্রেজারী চালানে ৩০০/- (তিনশত টাকা) অনলাইনে জমা প্রদান পূর্বক অনলাইন কপি অত্র অফিসে দাখিলের পরে ভেরিফিকেশন করে সঠিক পাওয়া গেলে সিডিউল সরবরাহ করা হবে। দরপত্র এর সহিত অবশ্যই হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট এর সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে। দরপত্রের সিডিউল পূরণের ক্ষেত্রে কোন ঘষা-মাঝা বা ফ্লুইড এর ব্যবহার করা যাবে না, দরে ঘষা মাঝা বা ফ্লুইড এর ব্যবহার করা হলে দরপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে। সর্বোচ্চ নিলাম দরদাতার দর বিবেচনা করা হবে। সর্বোচ্চ দর দাতার উদ্বৃত্ত সর্বমোট টাকার সহিত অতিরিক্ত সরকারী ৫% আয়কর, এবং ১৫% অতিরিক্ত হারে ভ্যাট আলাদাভাবে জমা দিতে হবে। আয়কর ও ভ্যাট এর টাকা জমা দেয়ার পর অনলাইনে ভেরিফিকেশন করে সঠিক পাওয়া গেলে মোট উদ্বৃত্ত দর জমা প্রদান করতে হবে। মোট দর সরকারী ট্রেজারীতে জমাদানের পর জমানতের টাকা ফেরত নিতে পারবেন। অফিস হতে ভ্যাট, আইটি এবং মোট দর পরিশোধের কোড নম্বর সংগ্রহ করতে হবে। সর্বোচ্চ দর সংশ্লিস্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত মালামাল বুঝিয়ে দেয়া হবে না। নিলাম দরপত্রে অংশগ্রহণকারীগণ নিম্নস্বাক্ষরকারীর অফিসের সহিত যোগাযোগ করে বিজ্ঞপ্তি জারীর তারিখ হতে ২৫/০৮/২০২৫ তারিখ পর্যন্ত বেলা বেলা ১১.৩০ মিনিট সময় হতে দুপুর ১.৩০ মিনিট সময় পর্যন্ত মালামাল দেখতে পারবেন। দরপত্র গ্রহণের ক্ষেত্রে সরকারী নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে সর্বোচ্চ দর গ্রহন করা বা দর গ্রহন না করার ক্ষমতা সংরক্ষণ করেন। সংশ্লিস্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন না হলে জমাকৃত জামানত, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ফেরত দেয়া হবে। কমিটি কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠানকে মালামাল নিজ দায়িত্বে নিজস্ব লেবার ও পরিবহন দ্বারা মালামাল সরিয়ে নিতে হবে। অফিস সময়ের পর অর্থাৎ বহিঃবিভাগের আগত রোগীদের চিকিৎসা কার্যক্রম শেষ হলে ওয়ার্ড মাষ্টার এর উপস্থিতিতে গেট পাসের মাধ্যমে মালামাল নিয়ে যেতে পারবেন, যাতে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসায় কোন ভোগান্তির সৃষ্টি না হয়।


© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT