হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট এপ্রিল মাসকে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে সোমবার, ২১শে এপ্রিল সকাল ৮টা ৩০ মিনিটে ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির মূল বার্তা ছিল—“জানুন, সচেতন হোন, প্রতিকার করুন”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোঃ হাসান জাফর। উদ্বোধনী দিনে র‍্যালি ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

সপ্তাহব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে:

  • সচেতনতামূলক র‍্যালি

  • হেড অ্যান্ড নেক ক্যান্সার সংক্রান্ত লিফলেট বিতরণ

  • বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা সভা

  • স্বাস্থ্য শিক্ষা সেশন

  • প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারমূলক কার্যক্রম

এই উপলক্ষে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ হাসান জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, প্রাক্তন বিভাগীয় প্রধান, হেড অ্যান্ড নেক সার্জারি ও নাক কান গলা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ আবদুল করিম, সহকারি অধ্যাপক, হেড অ্যান্ড নেক সার্জারি ডিভিশন।

আলোচনা সভায় ইনস্টিটিউটের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সার থেকে সুস্থ হওয়া রোগী এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সপ্তাহব্যাপী প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে আগত প্রায় এক হাজার রোগীকে হেড অ্যান্ড নেক ক্যান্সার সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT