বিশ্ব হেড এন্ড নেক ক্যান্সার দিবস ২০২৫ পালন

এক বিশ্ব, হেড এন্ড নেক ক্যান্সারের বিরুদ্ধে এক কণ্ঠ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ জুলাই ২০২৫, বুধবার, সকাল :৩০টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা-তে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিশ্ব হেড এন্ড নেক ক্যান্সার দিবস-২০২৫

এই সচেতনতামূলক আলোচনাসভা আয়োজন করে হেড এন্ড নেক সার্জারি ডিভিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ হাসান জাফর, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।

প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইএনটি অনকোলজি বিশেষজ্ঞগণ:

  • অধ্যাপক ডা. এস. এম. খোরশেদ আলম মজুমদার, পরিচালক বিভাগীয় প্রধান (ইএনটি), হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল
  • অধ্যাপক ডা. মোঃ মাযহারুল শাহীন, অধ্যক্ষ বিভাগীয় প্রধান (ইএনটি), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল
  • অধ্যাপক ডা. মোঃ আসাদুর রহমান, বিভাগীয় প্রধান (ইএনটি), ঢাকা মেডিকেল কলেজ
  • অধ্যাপক ডা. মোঃ মনোয়ার হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (ইএনটি), ইউনাইটেড হাসপাতাল; প্রাক্তন অধ্যক্ষ, ময়মনসিংহ মেডিকেল কলেজ
  • অধ্যাপক ডা. রাকিব উদ্দিন আহমেদ, প্রধান, রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল
  • অধ্যাপক ডা. নাজরিনা খাতুন, প্রধান, মেডিকেল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল

বক্তাগণ হেড এন্ড নেক ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ, নির্ণয় আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিষয়ে গুরুত্বারোপ করেন। তামাকজাত দ্রব্য, পান-সুপারি, অ্যালকোহল, ভাইরাস সংক্রমণ এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এই ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। সময়মতো রোগ নির্ণয় এবং মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধযোগ্য নিয়ন্ত্রণযোগ্য বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হেড এন্ড নেক ক্যান্সারের বিভিন্ন ধরণ, নির্ণয় চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত তথ্যচিত্র প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।

সচেতনতা বৃদ্ধির কার্যক্রম:

দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়, যা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশেপাশের এলাকা পরিদর্শন করে। একইসাথে, সাধারণ জনগণের মাঝে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়, যাতে হেড এন্ড নেক ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়ে এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি- সকল স্তরের চিকিৎসক, অধ্যাপক, নার্স, কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই আয়োজন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য হয়।

 

আয়োজনে:
হেড এন্ড নেক সার্জারি ডিভিশন
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা

 

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT