১৪তম ‘BASIC TEMPORAL BONE DISSECTION COURSE 2025’ অনুষ্ঠিত

১৪তম ‘BASIC TEMPORAL BONE DISSECTION COURSE 2025’ অনুষ্ঠিত

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকায় ২৮ ও ২৯ জুন ২০২৫ তারিখে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ১৪তম BASIC TEMPORAL BONE DISSECTION COURSE 2025। কোর্সটি অনুষ্ঠিত হয় ইনস্টিটিউটের অত্যাধুনিক Skill Lab-এ।

কোর্স সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোঃ হাসান জাফর, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।
কোর্স ডিরেক্টর ছিলেন ডা. মোঃ সাহবুব আলম, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি এবং
কোর্স কো-অর্ডিনেটর ছিলেন অধ্যাপক ডা. দীপঙ্কর লোধ, প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।

Guest Faculties হিসেবে উপস্থিত ছিলেন—

  1. অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান

  2. ডা. এস. এম. তারেক উদ্দিন আহমেদ

  3. অধ্যাপক ডা. মোঃ দেলোয়ার হোসেন

  4. অধ্যাপক ডা. মোঃ মাযহারুল শাহীন

এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ইএনটি ইনস্টিটিউটের অন্যান্য বিভাগীয় অধ্যাপকগণ, চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবাকর্মীরা। কোর্সে অংশগ্রহণকারীরা হাড়-কর্ণ সংক্রান্ত জটিল এনাটমি ও সার্জিক্যাল কৌশল অনুশীলনের মাধ্যমে তাঁদের দক্ষতা উন্নয়নের সুযোগ পান।

কোর্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে পরিচালক অধ্যাপক ডা. মোঃ হাসান জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই কোর্স ইএনটি চিকিৎসা শিক্ষায় গুণগত মানোন্নয়ন এবং তরুণ সার্জনদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকগণ।

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT