ক্রয় প্রক্রিয়া ও অডিট” শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি-তে “অফিস ব্যবস্থাপনা, সরকারি ক্রয় প্রক্রিয়া ও অডিট” শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি-তে অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনব্যাপী “অফিস ব্যবস্থাপনা, সরকারি ক্রয় প্রক্রিয়া ও অডিট” শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

প্রশিক্ষণ কার্যক্রমটি ৩১ মে ২০২৫ তারিখে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ হাসান জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সালাম, যুগ্ম সচিব (বাজেট) এবং জনাব এ কে এম ফজলুল হক, যুগ্ম সচিব (পার অধিশাখা), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রথম দিনের মূল আলোচনায় সরকারি চাকুরিবিধি ও পেনশন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জনাব এম. আমিনুর, সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট।

দ্বিতীয় দিন (০১ জুন) সরকারি ক্রয় প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডাঃ শেখ ইফতেখার রহমান, উপ পরিচালক (অর্থ), স্বাস্থ্য অধিদপ্তর। এরপর অডিট আপত্তির উৎস ও নিষ্পত্তির প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন জনাব মোঃ আলতাফ হোসেন, উপ পরিচালক (অডিট), স্বাস্থ্য অডিট অধিদপ্তর।

তৃতীয় দিনে প্রশিক্ষণের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই প্রশিক্ষণে ইএনটি ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের (৯ম গ্রেড ও তদনিম্ন) কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন বিভিন্ন বিভাগের  অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, প্রশাসনিক কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, মেডিক্যাল টেকনোলজিস্ট, অফিস সহকারী, রিসিপশনিস্ট, এবং অন্যান্য কারিগরি ও প্রশাসনিক কর্মচারীবৃন্দ।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সরকারি ক্রয় প্রক্রিয়ার জ্ঞান এবং অডিট সম্পর্কিত প্রয়োজনীয় দিক নির্দেশনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন হয়। প্রশিক্ষণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন কোর্স সমন্বয়ক ডাঃ মোহাম্মদ সেহাব উদ্দীন, উপ পরিচালক।

 

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT