তারিখ: ১২ মে ২০২৫ | স্থান: জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা
আজ ১২ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর এই দিনে বিশ্বের নানা দেশে নার্সদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে দিবসটি উদযাপিত হয়।
এ বছর আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—
“Our Nurses, Our Future. Caring for nurses strengthens economies”
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি।”
উক্ত দিবসটি উপলক্ষে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মহোদয়। তিনি নার্সিং পেশার গুরুত্ব ও স্বাস্থ্যসেবায় নার্সদের অপরিহার্য অবদানের কথা তুলে ধরেন এবং তাদের পেশাগত উন্নয়নের জন্য প্রতিষ্ঠানিক সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের খ্যাতনামা অধ্যাপকগণ, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ চিকিৎসক, নার্সিং ইনচার্জ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যেখানে নার্স কর্মকর্তাসহ সকল পর্যায়ের নার্সবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালিতে নার্সিং পেশার উন্নয়ন ও গুরুত্ববিষয়ক নানা শ্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শিত হয়।
এই আয়োজন নার্সদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির পাশাপাশি সমাজে নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরার একটি মূল্যবান পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।