এম.এস অটোল্যারিঙ্গোলজি ফেজ-এ ফাইনাল উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে এম.এস অটোল্যারিঙ্গোলজি ফেজ-এ ফাইনাল উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতালে (NIENT), তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এম.এস অটোল্যারিঙ্গোলজি (MS Otolaryngology) ফেজ-এ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ চিকিৎসকদের হাতে সার্টিফিকেট তুলে দেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক প্রফেসর ডাঃ মোঃ হাসান জাফর রিফাত।

এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে পরিচালক তাঁর বক্তব্যে নবীন চিকিৎসকদেরকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে সেবামূলক স্বাস্থ্যখাতে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট নিয়মিতভাবেই উচ্চতর চিকিৎসা শিক্ষায় মানসম্মত প্রশিক্ষণ এবং চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT