১৩ তম বেসিক টেম্পোরাল বোন ডিসেকশন কোর্স অনুষ্ঠিত

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ১৩তম বেসিক টেম্পোরাল বোন ডিসেকশন কোর্স অনুষ্ঠিত

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট (NIENT), তেজগাঁও, ঢাকায় ২৬ ও ২৭ এপ্রিল ২০২৫ তারিখে আয়োজন করা হয় "১৩তম বেসিক টেম্পোরাল বোন ডিসেকশন কোর্স"। ইনস্টিটিউটের দক্ষতা উন্নয়ন ল্যাবে (Skill Lab) আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে নবীন চিকিৎসক ও ইএনটি বিশেষজ্ঞদের টেম্পোরাল বোন সার্জারির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ সকাল ৮:৩০ মিনিটে।

কোর্স সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক প্রফেসর ডা. মোঃ হাসান জাফর রিফাত

কোর্স ডিরেক্টর ছিলেন ডা. মোঃ শিহাব আলম, সহযোগী অধ্যাপক, NIENT এবং
কোর্স কো-অর্ডিনেটর ছিলেন ডা. খবির উদ্দিন পাটোয়ারী, সহযোগী অধ্যাপক, NIENT।

কোর্সের প্রশিক্ষক (Faculties) হিসেবে ছিলেন দেশের খ্যাতনামা ইএনটি বিশেষজ্ঞরা:

  • প্রফেসর ডা. মোহাম্মদ আব্দুল্লাহ

  • প্রফেসর ডা. মাহমুদুল হাসান

  • প্রফেসর ডা. নাসিমা আক্তার

  • প্রফেসর ডা. মোঃ দেলোয়ার হোসেন

  • প্রফেসর ডা. মোঃ মাযহারুল শাহীন

  • ডা. হারুন-অর-রশীদ তালুকদার

এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা টেম্পোরাল বোন এনাটমি, ডিসেকশন টেকনিক, এবং গুরুত্বপূর্ণ সার্জিক্যাল স্কিল বিষয়ে বাস্তবিক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট সর্বদা চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রসারের লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।    

কোর্স শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যৎ পেশাগত উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে নিয়মিতভাবে তরুণ চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

 

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT