গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি
তেজগাঁও, ঢাকা।
E-mail: nient@hospi.dghs.gov.bd
ফোন: +৮৮-০২-৮৮৭৮১৫৫ (অফিস)
ফ্যাক্স: +৮৮-০২-৮৮৭৮১৫০
স্মারক নং- এনআইইএনটি/প্রশাসন/২০২৫/
তারিখ: _______
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা-এর সকল কর্মকর্তা/কর্মচারীদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে অত্র ইনস্টিটিউটের অফিস সময়সূচী সকাল ৮.৩০ ঘটিকা হতে বেলা ২.০০ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে।
উক্ত সময়সূচী যথাযথভাবে পালনসহ স্ব-স্ব রোস্টার ডিউটি ও জরুরি ডিউটি যথানিয়মে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, উক্ত সময়সূচীর মধ্যে বেলা ১.৩০ ঘটিকায় যোহরের নামাজের জন্য ১৫ (পনের) মিনিট বিরতি থাকবে।
(অধ্যাপক ডাঃ মোঃ হাসান জাফর)
পরিচালক
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
স্মারক নং- এনআইইএনটি/প্রশাসন/২০২৫/২৯২/১(১৯)
তারিখ: ০১/০৩/২০২৫