ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি-তে অফিস চলাকালীন নির্ধারিত পোশাক পরিধান সংক্রান্ত অফিস আদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি
তেজগাঁও, ঢাকা।

E-mail: nient@hospi.dghs.gov.bd
ফোন: +৮৮-০২-৮৮৭৮১৫৫ (অফিস)
ফ্যাক্স: +৮৮-০২-৮৮৭৮১৫০

স্মারক নং- এনআইইএনটি/প্রশাসন/২০২৫/
তারিখ: _______

অফিস আদেশ

এই মর্মে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা-তে কর্মরত সকল চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।


(অধ্যাপক ডাঃ মোঃ হাসান জাফর)
পরিচালক
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।


স্মারক নং- এনআইইএনটি/প্রশাসন/২০২৫/৩১৯/১(১৩)
তারিখ: ০৯/০৩/২০২৫

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো:

১। উপ-পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
২। সহকারী পরিচালক (প্রশাসন), ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
৩। আবাসিক সার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
৪। প্রশাসনিকা, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
৫। নার্সিং সুপারভাইজার, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
৬। সার্জন ইনচার্জ সকল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
৭। ওয়ার্ড মাস্টার, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।
৮। সংশ্লিষ্ট সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী।


(অধ্যাপক ডাঃ মোঃ হাসান জাফর)
পরিচালক
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT