জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট ও হাসপাতালে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন

জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট ও হাসপাতালে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন

ঢাকা, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৫):
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে আজ জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের মাঝে   বাংলা খাবার পরিবেশন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে দুপুরের খাবারে রোগীদের পরিবেশন করা হয় নানা পদের বাংলা খাবার।

খাবার পরিবেশনের সময় হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিচালক বলেন, “রোগীরা আমাদের পরিবারের সদস্য। পহেলা বৈশাখ তাদের মুখেও যেন হাসি ফোটায়, সেই লক্ষ্যেই এই আয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা অত্যন্ত সময়োপযোগী ও মানবিক।”

এই আয়োজনে রোগীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও ছিলেন আনন্দিত। অনেকেই বলেন, “হাসপাতালে থেকেও নববর্ষের আনন্দ পাওয়াটা সত্যিই বিশেষ কিছু। ঐতিহ্যবাহী খাবার পেয়ে আমরা খুব খুশি।”

উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪৩২ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব সরকারি হাসপাতালে ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়। তারই অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।

এমন উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক বলেই মনে করছেন সাধারণ মানুষ।

 

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT