১৮ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা পরিদর্শন করেন মান্যবর অস্ট্রেলিয়ার হাই কমিশনার মহোদয়। তাঁর এ সফরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উন্নত চিকিৎসা সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বিশেষভাবে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি কার্যক্রম পর্যবেক্ষণ করেন, যার মাধ্যমে জন্মগতভাবে শ্রবণক্ষমতা হারানো বা বোবা শিশুরা কৃত্রিম শ্রবণযন্ত্রের সাহায্যে শুনতে ও কথা বলতে সক্ষম হয়। ছোট্ট শিশুদের কথা বলতে দেখে এবং তাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে তিনি অত্যন্ত খুশি হন।
এ সময় অস্ট্রেলিয়ার হাই কমিশনার মহোদয় শিশুদের সঙ্গে ছবি তোলেন, তাদের সাথে কুশল বিনিময় করেন এবং এ ধরনের চিকিৎসা সেবা ও প্রযুক্তির উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মহোদয়সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতায় এই সফরটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের সফর ও পর্যবেক্ষণ ভবিষ্যতে বাংলাদেশের নাক, কান, গলা চিকিৎসার উন্নয়ন ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।