জাতীয় নাক কান গলা হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উদযাপন

জাতীয় নাক কান গলা হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উদযাপন

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৫ – জাতীয় নাক কান গলা হাসপাতাল (এনআইইএনটি) বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এই বিশেষ দিনে হাসপাতালের উদ্যোগে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ হাসান জাফর রিফাত, পরিচালক, জাতীয় নাক কান গলা হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনকোলজিস্ট, চিকিৎসক, এবং হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানের প্রধান কার্যক্রম:

সচেতনতামূলক সেমিনার: যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সারের কারণ, প্রতিরোধ, এবং চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ফ্রি ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প: আগত রোগীদের জন্য বিনামূল্যে স্ক্রিনিং ও পরামর্শ প্রদান করা হয়।
রোগী ও সাধারণ জনগণের জন্য কাউন্সেলিং: রোগীদের মানসিকভাবে শক্তিশালী করতে বিশেষ পরামর্শ প্রদান করা হয়।
র‍্যালি ও প্রচার অভিযান: হাসপাতালের চত্বরে একটি সচেতনতামূলক র‍্যালি আয়োজন করা হয়, যেখানে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ বছর বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য "Close the Care Gap" - অর্থাৎ, সবার জন্য সমান স্বাস্থ্যসেবার নিশ্চয়তা প্রদান। জাতীয় নাক কান গলা হাসপাতাল ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও রোগীদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিচালকের বক্তব্য:

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বলেন,
"ক্যান্সার এখন বৈশ্বিক সমস্যা, তবে সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণ করলে এটি প্রতিরোধযোগ্য। আমাদের হাসপাতাল আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছে।"

 

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT