৩ মার্চ, বিশ্ব শ্রবণ দিবস ২০২৫ উদযাপন

৩ মার্চ, বিশ্ব শ্রবণ দিবস ২০২৫ উদযাপন

ঢাকা, ৩ মার্চ ২০২৫ – জাতীয় নাক কান গলা হাসপাতাল (এনআইইএনটি) বিশ্ব শ্রবণ দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য "Good hearing and communication for all"— অর্থাৎ, সবার জন্য সুস্থ শ্রবণ ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ হাসান জাফর রিফাত, পরিচালক, জাতীয় নাক কান গলা হাসপাতাল। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক, অডিওলজিস্ট, গবেষক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান কার্যক্রম:

সচেতনতামূলক সেমিনার: শ্রবণ সমস্যা, এর প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা।
ফ্রি হিয়ারিং টেস্ট: রোগীদের বিনামূল্যে শ্রবণ পরীক্ষার সুযোগ।
প্রদর্শনী ও কাউন্সেলিং: শ্রবণ যন্ত্র (হিয়ারিং এইড) এবং শ্রবণ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ।
শিশুদের জন্য বিশেষ ক্যাম্প: জন্মগত শ্রবণ সমস্যা নির্ণয়ের জন্য বিশেষ ক্যাম্প আয়োজন।

পরিচালকের বক্তব্য:

পরিচালক বলেন,
"শ্রবণ ক্ষমতা হারানো একটি বড় সমস্যা, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রতিরোধ করা সম্ভব। আধুনিক চিকিৎসা ও শ্রবণ যন্ত্রের সাহায্যে আমরা শ্রবণ শক্তি ফিরিয়ে আনতে পারি। আমাদের সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।"

জাতীয় নাক কান গলা হাসপাতাল ভবিষ্যতেও শ্রবণ সমস্যার নিরাময় ও প্রতিরোধে কাজ করে যাবে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করবে।

 

© All rights reserved © 2025 EN
Design & Developed BY ITSOFT